বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

যশোরে স্ত্রীকে কুপিয়ে স্বামীর বিষপান

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে কুপিয়ে স্বামী বিষপান করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে যশোর সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারী সাদিয়া আক্তারকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড হয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সাদিয়ার স্বামী জুয়েল (২৪) হঠাৎ উত্তেজিত হয়ে নিজ ঘরে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেন। এতে সাদিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরই জুয়েল নিজেও বিষপান করেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির লোকজন সাদিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এদিকে স্বামী জুয়েলও হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন