যশোরে গরু চুরি করতে গিয়ে চোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জনগণ তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক হাসান খুলনার আড়ংঘাটা থানার বকুলতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত সাড়ে ১২টার দিকে হাসান গরু চুরির উদ্দেশ্যে কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামের বাহারুল ইসলাম ও পলাশের বাড়িতে পিকআপ নিয়ে প্রবেশ করে। এ সময় গরু নিয়ে ট্রাকে তোলার প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। এতে চোর ও গ্রামবাসীর সংঘর্ষে দুইজন আহত হন। অন্যরা পালিয়ে গেলেও হাসানকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।
খবর পেয়ে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চোর হাসানকে উদ্ধার ও তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। একই ঘটনায় আহত হয়েছেন গরুর মালিক বাহারুল ইসলাম ও পলাশও। বর্তমানে চোর ও ভুক্তভোগী উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, স্থানীয়দের সহযোগিতায় গরু চুরির সময় চোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম

