যশোরে পুলিশি বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মী আটক হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- সদর উপজেলার ঝুমঝুমপুরের বজলু হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু রানা, মনিরামপুর উপজেলার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, সদর উপজেলার চান্দা আফরা গ্রামের মকবুল মিয়ার ছেলে মামুন মিয়া, চাঁচড়ার নাজিমুদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম ও চাঁচড়া কলোনী নদীর পাড়ের বাদশা ফয়সালের ছেলে নিরব সাদেকিন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যশোর শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতার নানা অভিযোগ রয়েছে। পৃথক দুটি মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের ঝটিকা মিছিল
এদিকে যুবলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে যশোরে ঝটিকা মিছিল করেছে কতিপয় নেতাকর্মী।
এসময় তারা ‘শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’ অবৈধ সরকার মানি না মানবো না, শেখ হাসিনার সরকার বারবার দরকার শ্লোগান দেয়।
যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে যেয়ে শেষ হয়। ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হাজী সুমনের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। হাজী সুমন নিজেই তার ফেসবুকে এ মিছিলের ভিডিও শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ৩০ থেকে ৩৫ জন কিশোর-যুবক অংশ নেয়। মিছিলকারীদের অধিকাংশই মুখে মাস্ক ছিল। অনেকেই ছিলেন হেলমেট পরিহিত।
থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, সরকারবিরোধী মিছিলের ব্যাপারে তাদের কিছু জানা নেই। তবে কারা কখন মিছিল করল এ বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন।
খুলনা গেজেট/এএজে

