যশোরের ঝিকরগাছায় ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাসান (২১) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা। শনিবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ৯টার সময় যশোর–বেনাপোল মহাসড়কের মঠবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী গ্রামের কবির হোসেনের ছেলে। আহত স্ত্রী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। গদখালি মঠবাড়ি পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম

