বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী, কিংবদন্তিতুল্য নেতা। তিনি মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন এবং কখনো অন্যায়-অনিয়মের সঙ্গে আপস করেননি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শত নির্যাতনের মধ্যেও তরিকুল ইসলাম আদর্শে অবিচল ছিলেন। ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন, কিন্তু স্বাধীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেননি। আজকের বাংলাদেশে তাঁর মতো নেতার বড় প্রয়োজন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সুষ্ঠু নির্বাচন না হলে এর পরিণাম শুভ হবে না বলে তিনি সতর্ক করেন।
স্মরণসভায় জেলা বিএনপির নেতারা, মরহুমের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, সন্তান অনিন্দ্য ইসলাম অমিত ও শান্তনু ইসলাম সুমিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

