বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

মণিরামপুরে মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষের স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল বাজারে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের রনজিত কুমার (৪৯) ও তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০)। ঝিকরগাছা থেকে মোটরসাইকেলযোগে মণিরামপুর যাওয়ার পথে তারা দুর্ঘটনা পতিত হন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত পাওয়ারটিলার সামনাসামনি সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই উভয়েই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মনিরামপুর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন