যশোরের কেশবপুরে ডাক্তার দেখাতে এসে দ্রুতগতির ট্রাকের চাপায় নিহত হয়েছেন গাব্রিয়েল বিশ্বাস (৪২)। সোমবার (৩ নভেম্বর) সকালে যশোর–সাতক্ষীরা সড়কের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গাব্রিয়েল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে যশোর–সাতক্ষীরা সড়কের মধ্যকুল মাদারতলা এলাকায় গাব্রিয়েল বিশ্বাস স্থানীয় পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকের বাড়ি সংলগ্ন স্থানে সড়কের পাশে বসে প্রস্রাব করার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাব্রিয়েল বিশ্বাস।
ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং থানায় নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া চলছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
খুলনা গেজেট/এএজে

