যশোর শহরের শংকরপুর ভাঙ্গাগেট এলাকায় চালককে মারপিট করে রিকশা ও টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। .
ভুক্তভোগী মোস্তাকিন শংকরপুর হাজারীগেট এলাকার মৃত মিলন শেখের ছেলে।
স্থানীয়রা ও আহত মোস্তাকিন জানান, এদিন সকালে তিনি রিকশা চালিয়ে শংকরপুর ভাঙাগেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে ছোটনের মোড় এলাকায় কয়েকজন যুবক তার পথরোধ করে। এসময় তারা চাকুর বাট দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা দেড় হাজার টাকা এবং রিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

