যশোর জেনারেল হাসপাতালের সরকারি ওষুধসহ এক স্বেচ্ছাসেবককে জনগণ আটক করেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
আটক স্বেচ্ছাসেবক যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃত বাজারের মৃত বজলুর রহমানের ছেলে আইয়ুব হোসেন (৪৫)। বর্তমানে তিনি যশোরের ঘোপ নওপাড়া রোডে বসবাস করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আইয়ুবের নিকট থেকে জনতা ৬০ পিস গ্যাসের ট্যাবলেট (ইসোমিপ্রাজল) ও ৪০ পিস প্যারাসিটামল উদ্ধার করে। এ ঘটনার পর আটক স্বেচ্ছাসেবক ও উদ্ধারকৃত ওষুধসহ তাকে হাসপাতালে আরএমও বজলুর রহমান টুলুর নিকট হস্তান্তর করা হয়। আরএমও টুলু জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, হাসপাতালের সরকারি ওষুধ বাইরে পাচারের সাথে কেউ জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে বের করা উচিত।
খুলনা গেজেট/এমআর
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
