দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক শামসুদ্দিন বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ১০৬ বছর। বুধবার (২২ অক্টোবর) ভোরে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় ছেলে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলাল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, তার বাবা ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সরকারি ভাতা পেতেন।
স্থানীয় স্কুল মাঠে এদিন জোহর বাদ শামসুদ্দিন বিশ্বাসের নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে যশোরের জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা মরহুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ও জানাজায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

