বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম(৩) নামে বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়েঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের মোল্লাপাড়ায় জিয়ারুল ইসলামের বাড়ির পাশে বিদ্যুতের একটি তার ছিড়ে পড়ে। অভিভাবকদের অসতর্কতায় ওই তারে স্পর্স লেগে তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মতিয়ার রহমান বলেন, বাড়ির সকলের অগোচরে শিশুটি ছিড়েপড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন