যশোরে ট্যাক্সিস্ট্যান্ডে সন্ত্রাসীদের ককটেল হামলায় এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। প্রাইভেটকার ভাড়া করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহত রবিউল ইসলাম রনি (৩৫) শহরের রেলগেট এলাকার কামরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে শহরের রেলগেট ট্যাক্সিস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে আশপাশের মানুষ দিকবিদিক ছুটাছুটি করে। এতে আহত রনিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রনির পরিবারের দাবি, পুলেরহাটের মুরাদ ও চোরমারা দীঘির পাড় এলাকার পিচ্চি রবি দুটি মোটরসাইকেলে এসে ককটেল হামলা চালিয়েছে। তারা প্রথমে এসেছিল প্রাইভেটকার ভাড়া করতে। সেসময় কথা কাটাকাটি হয়। তার জেরে কিছুক্ষণ পরে এসে এ হামলা চালায়।
এদিকে, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।
তিনি বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে, তদন্ত চলছে। হামলাকারীদের আটক করা হবে।
খুলনা গেজেট/এনএম

