বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

যশোরে অটো রাইস মিলের আগুনে পুড়ে দুই শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে অটো রাইস মিলে আগুনে পুড়ে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- যশোর সদর উপজেলার কাশিপুর গ্রামের সাবাত আলীর ছেলে মেহেদী হাসান (২৮) ও সাতক্ষীরা পাটকেলঘাটার রাড়িপাড়া গ্রামের মৃত হাজের আলীর ছেলে মনিরুল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটো রাইস মিলে কাজ করার সময় মেশিনে আগুন হিট দেওয়ার মুহূর্তে বিস্ফোরণ ঘটে। এতে দুজন শ্রমিকই আগুনে পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন