বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

যশোরে মাদক মামলায় ট্রাক চালকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ফেনসিডিলের মামলায় ট্রাক চালক খায়রুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল অধিকারী এ রায় দেন।

আদালতের এপিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম যশোর সদর উপজেলার ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে ও ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ মার্চ ভোর পাঁচটার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাকচালক খায়রুল ইসলামকে আটক করে পুলিশ। সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম তাকে আটক করেন। এসময় গাড়ি তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে থাকা একটি বাক্সের ভেতরে প্লাস্টিকের বস্তায় ভরা ৫৫০ পিস ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা তদন্ত কর্মকর্তা এসআই তোফায়েল আহমেদ ওই বছরের ৫ এপ্রিল খায়রুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি খায়রুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত খায়রুল বর্তমানে কারাগারে আটক আছেন।

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন