যশোরে মাদকদ্রব্য মামলায় রাজিব আহমেদ ও শরিফুল ইসলামকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার মঙ্গলবার (৭অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রাজিব আহমেদ যশোরের চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের মহর আলীর ছেলে এবং শরিফুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জানুয়ারি ডিবি পুলিশ কুটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আবুল খায়ের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত দুইজন বর্তমানে কারাগারে রয়েছেন।
খুলনা গেজেট/এমআর

