বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার সাতমাইল লাউখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা শিশু দুটি হলো- সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭) ও রসুলপুর গ্রামের জীবনের ছেলে আপন (৮)। তারা দু’জন খালাতো ভাই।

গ্রামবাসী জানায়, এদিন সকালে নানা বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে শিশুরা ওই গ্রামে যায়। অনুষ্ঠানের ফাঁকে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের ভাসতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন