বৃহস্পতিবার । ৬ই নভেম্বর, ২০২৫ । ২১শে কার্তিক, ১৪৩২
থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি

যশোরে ৭০৮টি মণ্ডপে দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ। জেলার প্রতিটি মন্দির ও মণ্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ শেষের পথে। চলছে দেবীর চূড়ান্ত সাজসজ্জা। জেলার সব পূজা মণ্ডপকে ঘিরে প্রশাসন নিয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি।

এ বছর যশোর জেলায় মোট ৭০৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৫টি, অভয়নগরে ১২৭টি, কেশবপুরে ৯৮টি, মণিরামপুরে ৯৬টি, বাঘারপাড়ায় ৯১টি, ঝিকরগাছায় ৫৪টি, চৌগাছায় ৪৮টি ও শার্শা উপজেলা এলাকায় ২৯টি মণ্ডপে দুর্গাপূজা হবে।

বেজপাড়া পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী জয়দেব পাল বলেন, “এ বছর তিনি ৩৮টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন।”

পূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিতে জেলা পূজা উদ্যাপন পরিষদ নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে, যেখানে হিন্দু-মুসলিম সবাই মিলে কাজ করছেন। আয়োজন করা হয়েছে সম্প্রীতি শোভাযাত্রারও। আর জেলা প্রশাসন সব পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছে। এ কারণে এবার জেলার ৭০৮টি পূজা ম-প সিসি ক্যামেরার আওতায় থাকবে। যাতে সার্বক্ষণিক মণ্ডপগুলো পর্যবেক্ষণের আওতায় থাকে।

যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, “এবারের দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ টিম গঠন ও তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে।”

দুর্গাপূজা নিয়ে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, “এবারের পূজায় মণ্ডপগুলোতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও। গোয়েন্দা সংস্থার সদস্যদের সার্বক্ষণিক নজরদারি ও পুলিশের মোবাইল টিম কাজ করবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে কোন মণ্ডপ থাকবে না। নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে জেলার ৭০৮টি পূজা মণ্ডপ।” নানা ধর্মের মানুষরা এবারের উৎসবে শামিল হবেন বলে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন আশাবাদ ব্যক্ত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন