যশোর শহরের রেলরোডের ‘জনি কাবাব’ নামে রেস্তোরাঁর এসি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ যশোরের বারান্দীড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন তিনি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করতেন।
আরিফের সহকারী জাফর বলেন, বৃহস্পতিবার বিকেলে জনি কাবাবের একটি এসি মেরামতের জন্য তারা সেখানে যান। কাজ করার সময় আরিফ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তারা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, তিনি বেঁচে নেই।
স্থানীয়রা বলেন, এ ঘটনার পর রেস্তোরাঁয় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দোকান থেকে বের হয়ে যান।
খুলনা গেজেট/এএজে