যশোরের অভয়নগর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নসিব তালুকদারের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে বেধড়ক প্রহার করার পর ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করেছে।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনো বিরোধ বা ব্যক্তিগত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম