বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নাশকতার মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য ও আ. লীগের যুগ্ম সম্পাদক রউফ গ্রেপ্তার

অভয়নগর প্রতিনিধি

যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা (৬০) নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে নাশকতার মামলা করা হয়। গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের লুৎফর রহমানের ছেলে বিএনপি নেতা জোবায়ের হোসেন। সেই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা।

অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, নাশকতার মামলায় এজাহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন