বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

অভয়নগর মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে, ভোট গ্রহণ ২৬ সেপ্টেম্বর

গাজী আবুল হোসেন, নওয়াপাড়া

অভয়নগরের শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়ায় জমে উঠেছে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরী (ধার্য পদার্থ বহনকারী ব্যতীত) ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন।

দীর্ঘ এক যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মটর শ্রমিক ইউনিয়নের এই বহু প্রতীক্ষিত ত্রি বার্ষিক নির্বাচন। এ কারণেই আনন্দমুখর পরিবেশে চায়ের টেবিল থেকে শুরু করে পাড়া মহল্লামহল্লায় এবং বাজার ঘাটে সর্বত্রই চলছে নির্বাচনের আলোচনা।

বাজার-ঘাটে দোকান-পাটে, গাছে, ঘরের দেয়ালে, দড়িতে ঝুলছে ব্যানার ফেস্টুন। খাওয়া ঘুম হারাম করে প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দূর দূরান্তে ভোটারদের বাড়িতেও চলে যাচ্ছেন তারা। জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরাও হয়েছেন প্রার্থীর সাথে।

এই নির্বাচনে মোট ভোটার ৮১৯৯ জন। কার্যনির্বাহী কমিটির ২৬ পদে লড়ছেন ৬২ জন প্রার্থী।

ছয়টি পদে ইতোমধ্যেই ৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন। চশমা মার্কায় সাবেক মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন এবং ঈগল মার্কায় সাবেক সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। আনারস মার্কায় আবুল কালাম আজাদ, তরবারি মার্কায় জিয়াউর রহমান এবং প্রজাপতি মার্কায় রাজু আহমেদ। কার্যকরী সভাপতি পদে আমিন মোল্লা কলস মার্কায় এবং টায়ার মার্কায় হাবিবুর রহমান। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন , যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জন, আইন বিষয়ক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, লাইন সম্পাদক পদে ৩ জন, লড়ছেন।

এছাড়া কার্য নির্বাহী ১০ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন পরিচালনার সভাপতি নির্বাচিত হয়েছেন অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সহযোগী সদস্যরা হলেন পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক কামাল খান।

আগামী শুক্রবার উৎসবমুখর পরিবেশে অভয়নগরের নওগাপাড়া শংকর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরী, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন