যশোরে চিত্রা নদীতে গোসল করতে নেমে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের নদীতে এ ঘটনা ঘটে। নিহত গালিব ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
শিশুটির চাচা আমিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নামে গালিব। এসময় সে স্রোতে ভেসে যায়। এক পর্যায়ে নদীতে মাছ ধরার জালে পা আটকে সে ডুবে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে ভেসে উঠতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা গালিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/এমআর