মঙ্গলবার । ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ । ১লা আশ্বিন, ১৪৩২

যশোরে মাদক মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

আদালত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার স্পেশাল দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ঝিকরগাছার মোবারকপুর গ্রামে বসবাস করেন।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামি বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম কালুকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে ডিবির কাছে খবর আসে যশোরের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সোহেল ঝিকরগাছায় নিজ বাড়িতে অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে ডিবির একটি বিশেষ টিম সোহেল রানার বাড়িতে অভিযান চালায়। এসময় সোহেলকে আটক করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি এবং পকেট থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়। মাদক আইনের মামলাটি করেন ডিবির এসআই মফিজুল ইসলাম। মামলাটি তদন্ত করে ডিবির ইন্সপেক্টর সৌমেন দাস ২০১৯ সালের ২৭ জানুয়ারি ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরে মামলার বিচারকার্য শুরু হয়।

মঙ্গলবার মাদকের মামলার রায় ঘোষণার দিনে বিচারক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এছাড়া অস্ত্র আইনের মামলাটি পৃথক আদালতে বিচারকার্য পরিচালিত হচ্ছে।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন