Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সদস্য আব্দুল মমিনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। সে শিবনাথপুর বারোপোতা গ্রামের বাসিন্দা এবং পুটখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। রবিবার দুপুরে শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ এর পরিচালক ল্যাফটেন্যান্ট কর্ণেল সরোয়ার হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে অভিযান চালান। এসময় ১০০ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য মমিনকে আটক করা হয়। এরপর উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন