বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

যশোরে স্বাস্থ্যকর্মীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী শাহানাজ বেগম (৫০) রবিবার সকালে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলাম এর স্ত্রী। তিনি দীর্ঘদিন চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে কর্মরত ছিলেন।

জানা গেছে, শাহনাজ বেগম কিছুদিন আগে করোনা পজেটিভ হয়েছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে ওঠেন।

স্থানীয়রা জানায়, তিনি বিভিন্ন লোকের কাছে অনেক টাকার দেনা ছিলেন। পাওনাদারেরা টাকার জন্য বার বার তাকে চাপ দেয়ায় এবং দেনা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন