Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোল ইমিগ্রেশনে কক্সবাজারের মাদক মামলার আসামী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে কক্সবাজারের এক মাদক মামলার আসামী মিজানুর রহমান (৪০) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।আটক মিজানুর রহমান কক্সবাজার বাজার সদর থানার টেকপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে।তার বিরুদ্ধে কক্সবাজার জেলা ডিবি পুলিশের কাছে একাধিক মাদক মামলা রয়েছে।

ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে আটক কক্সবাজারের মাদক মামলার আসামী মিজানুর রহমানের নামে আগে থেকেই কক্সবাজার ডিবি পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশনে আটকের নির্দেশনা আসে। সে বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করলেই আটকের নির্দেশনা জারি ছিল। সেই নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরে পাসপোর্টে সিল মারার জন্য ডেক্স অফিসারের কাছে জমা দেন। এ সময় ডেক্স অফিসার তাকে আটক করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান শনিবার (১৮ জুলাই) বিকেলে জানান, বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কক্সবাজারের মাদক মামলার আসামী মিজানুর রহমান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে নেওয়ার জন্য কক্সবাজার ডিবি পুলিশের একটি টিম বর্তমানে বেনাপোল পোর্ট থানায় অবস্থান করছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন