Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ছুরিকাঘাতে তরুণ খুন

যশোর প্রতিনিধি

যশোরে আলাউদ্দিন কলু (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। ক্ষতবিক্ষত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সে যশোর শহরতলীর আরবপুর মোড় এলাকার শুকুর আলীর ছেলে।শুক্রবার সকাল দশটা ৩৫ মিনিটে মৃত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে আনেন কয়েক ব্যক্তি। মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জানান, আলাউদ্দিনকে কয়েক যুবক মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) শেখ আবু হেনা মিলন বলেন, ‘হত্যার শিকার ওই যুবকের লাশ বারান্দি মোল্লাপাড়া লিচুতলা এলাকা থেকে উদ্ধার হয়। তবে খুনের কারণ ও কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন