বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের মজিদপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহিদা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে । সে ওই গ্রামের আব্দুল বারিকের স্ত্রী ।

গত এক সপ্তাহ পূর্বে তার করোনা উপসর্গ দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়। গত ১৫ জুলাই তার করোনা রিপোর্ট পজেটিভ আসে । এর মধ্যে রোগীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ।বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেছেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুর রহমান বলেন, ‘ওই মহিলা করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুতা সংগ্রহ করার পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পরিবারের পক্ষ থেকে নেয়া হয়। পরে তার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কেশবপুরে করোনা আক্রান্ত ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন