যশোরে ৫৮ জনের নমুনা পজেটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে বৃহস্পতিবার করোনার ৯৩টি নমুনা পজেটিভ হয়েছে। বুধবার এই ল্যাবে তিন জেলার মোট ২৯৫টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এদিন সকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দপ্তরে এ ফলাফল পাঠিয়ে দেয়া হয়েছে।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড.শিরিন নিগার জানান, এদিন মোট ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৬১টি। এগুলোর মধ্যে ৫৮টি পজেটিভ ফলাফল হয়। এছাড়া মাগুরার ৫০টি নমুনা পরীক্ষা করে ১১টি এবং সাতক্ষীরার ৮৪টি নমুনা পরীক্ষা করে ২৪টি পজেটিভ পাওয়া যায়। যশোরের যে ৫৮টি নমুনা পজেটিভ ফলাপল হয়েছে তার মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা খতিয়ে দেখছে সিভিল সার্জনের দপ্তর।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন