Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার পল্লীতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকামরা গ্রামে ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

কিশোরীর মা বলেন, ‘গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার ১৪-১৫ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরী মেয়েকে প্রতিবেশি মনিরুল ইসলাম (৪০) খেলার কথা বলে মাঠে ডেকে নিয়ে যায়। পরে মাঠের একটি হলুদক্ষেতে ও কবরস্থানের মাঝামাঝি স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে মনিরুল। এসময় তিনি (ধর্ষিতার মা) ছাগল নিয়ে মাঠে যাচ্ছিলেন। তার কথা শুনে ধর্ষক মনিরুল দৌড়ে পালিয়ে যায়। ওই সময় প্রতিবন্ধী মেয়েটি জামাকাপড় ছাড়া অবস্থায় মায়ের কাছে ছুটে আসে। এই ঘটনার বিচার চেয়ে প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিটুর কাছে গেলেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ এই নারীর।

তবে ধর্ষণের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন অভিযুক্ত মনিরুল ইসলাম ও তার স্ত্রী মাজো বগম। জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিটু মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষকে নিয়ে বসবেন বলে জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন