Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শার্শায় পিস্তল ও গুলিসহ যুবক আটক

শার্শা প্রতিনিধি

শার্শার নাভারণ পুরাতন বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ ।এ সময় বাহার আলী (৩৪) নামে এক যুবককে আটক করে। বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে আশিকের বাড়ির ভাড়াটিয়া বাহারের কাছ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন একটি খবর আসে নাভারণ পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার থানার টহল দলের পুলিশ সদস্যরা ওই এলাকার আশিক নামে একজনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ভাড়াটিয়া বাহারকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাহার নামে এক যুবককে অস্ত্র সহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতকে অস্ত্র আইনে মামলা দিয়ে আজ দুপুরে কোর্টে প্রেরণ করা হবে ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন