Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় ফেন্সিসিডিল ও প্রাইভেটকারসহ আটক ২

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে একটি প্রাইভেটকারে থাকা ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত আবু আনছারের ছেলে সেলিম হোসেন (৩০) এবং মল্লিকপুর গ্রামের আমজেদ হোসেনের ছেলে মোঃ জুয়েল হোসেন (২২)।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পারবাজার নামক স্থানে সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-১৪৭৬) থামান। গাড়িটি ৪/৫ ঘন্টা ধরে তল্লাসি করে এক পর্যায়ে গাড়ির নাট বোল্ট খুলে তেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটকের বিষয়ে জানতে পেরে রাতেই থানা পরিদর্শন করেন যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, এমন বিশেষ কায়দায় তেলের ট্যাংকির মধ্যে মাদক বিক্রেতারা ফেনসিডিল পাচার করতে পারে তিনি কখনও ভাবতেও পারেননি। পুলিশের চাকুরী জীবনে মাদকের উপর অনেক বড় বড় অভিযান পরিচালনা করেছি কিন্তু এই অভিযান একটি ব্যতিক্রমী। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন