Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে বিদ্রোহী কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে সভা

যশোর প্রতিনিধি

দ্রোহ ও প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মহাপ্রয়াণ দিবসে সমাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা করেছে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর। এ আয়োজনে ভার্চুয়াল অংশেও যোগ দেন কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অগ্নিবীণার সভাপতি ডক্টর শাহনাজ পারভীনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, অগ্নিবীণার সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, প্রচার সম্পাদক আজগর হোসেন, নির্বাহী সদস্য আলেয়া আক্তার প্রেমা আমিনুল ইসলাম লাভলু প্রমুখ। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নাঈম নাজমুল, উপদেষ্টা শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব, আব্দুল খালেক প্রমুখ।

সভায় বলা হয় বৃটিশ উপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম সকল অনাচারের বিরুদ্ধে যুগে যুগে বিরাজমান।

খুলনা গেজেট/এমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন