শার্শায় বালু উত্তোলনের অপরাধে দু’জনকে আড়াই লাখ টাকা জরিমানা

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শার বসন্তপুর ও নিজামপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহিন (৪০) ও খিদির আলী(৪২) নামে দুইজনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি। পুলিশের ৫ জন সদস্য নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি জানান, আমাদের কাছে গোপন খবর আসে শার্শা উপজেলার বসন্তপুর শাহিন এবং নিজামপুর গ্রামের ইকোপার্ক এলাকার খিদির আলী নামে দুইজন ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছে। যা ফসলের ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ৫ জন পুলিশ সদস্য সংগে নিয়ে সেখানে অভিযান চালায়। বালু উত্তোলনের সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করে দেন এবং অভিযুক্ত ব্যক্তিদের দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন যা সরকারের রাজস্ব খাতে জমা করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন