রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মাস্ক না পরায় ফ্যাশন হাউজে জরিমানা

যশোর প্রতিনিধি

মুখে মাস্ক ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রেখে ব্যবসা করার অভিযোগে যশোর শহরের অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আদালতের বিচারক এক দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমান আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃৃষ্ণ চন্দ্রর নেতৃত্বে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় শহরের বড় বাজার কুইন্স ফ্যাশনে মালিক আলাউদ্দিনসহ তার কর্মচারীরা মুখে মাস্কবিহীন অবস্থায় ছিলেন ও সামাজিক দূরত্ব ছাড়াই অবস্থান করছিলেন। এ অপরাধে আলাউদ্দিনকে ৫ হাজার জরিমানা করেন আদালত। আলাউদ্দিন যশোর শহরের কারবালা মসজিদপাড়ার বাসিন্দা।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন