Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর ভূমি অফিসে আটক দালালের কারাদন্ড

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলা ভূমি অফিস থেকে হাতেনাতে এক প্রতারককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আটক হাদিউজ্জামান মিলন সদর উপজেলার দাইতলা গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।

সূত্র জানায়, আটক মিলন দীঘদিন ধরে সদর উপজেলা ভূমি অফিস, বিআরটিএ অফিসসহ বিভিন্ন দপ্তরে দালালী ও নানা প্রতারণা করে আসছিলো। এরমধ্যে মোস্তাফিজুর রহমান নামে একজনের কাছ থেকে তিনদিনের মধ্যে জমির কাজ করে দেয়ার কথা বলে টাকা গ্রহণ করে। কিন্তু পরে ছয় মাসেও সে ওই কাজ না করে তালবাহানা করতে থাকে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের ভ্রাম্যমান আদালতে নেয়া হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় তিনি বলেন, ভূমি অফিসে কোনো দালাল, প্রতারকের ঠাঁই নেই। কাউকে কোনো ধরণের সন্দেহ হলে কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান তিনি।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন