Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আয়শা নাসরিন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর ওরফে বাক্কা বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।

এর আগে গত ২০১২ সালের ১৮ আগস্ট রাতে যশোর গোয়েন্দা পুলিশের স্পেশাল টিম বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় বক্কারের বাড়িতে অভিযান চালায়। এসময় বক্কার পালিয়ে যায়। পরে ঘরের খাটের নিচ থেকে ১শ’বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই আবুল খায়ের বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। সর্বশেষ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করে আদালত।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন