রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ৭৩ বোতল মদসহ আটক ৫

শার্শা প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানা সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে রবিবার ২৩ আগষ্ট সকালে ভারতীয় ৭৩ বোতল বাংলামদ এবং ৮ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ ও বিজিবি।

আটক আসামীরা হলেন বেনাপোল পোর্ট থানার ধান্যখোল গ্রামের ফরমান হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২২), তপুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), কালু মিয়ার ছেলে লিয়াকত আলী (৩০), নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার আমজাদ হোসেন এর ছেলে সাব্বির হোসেন (২১)।

ধান্যখোলা ক্যাম্পের নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন একটি খবর পেয়ে ধান্যখোলা মাঠের মধ্যে চালিয়ে ভারতীয় ৭৩ বোতল মদসহ রফিকুল ইসলামকে আটক করা হয় । তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মালের মালিক হিসাবে ৪ মাদক ব্যবসায়ীর নাম বলে।পরে তাদের পলাতক আসামী করে থানায় মামলা দেওয়া হয়।মামলার পরিপ্রেক্ষিতে  বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল পলাতক ৪ আসামীদের রাতেই আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার (২৩ আগষ্ট) দুপুরে যশোর কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান।

 

খুলনা গেজেট/নাফি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন