Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মণিরামপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

যশোর ও মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  শনিবার রাত তিনটার দিকে উপজেলার ভান্ডারীমোড়-সংলগ্ন প্রবাসী মানিক হোসেনের বাড়িতে এ ডাকাতি হয়। এসময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন নিয়ে যায়।

খবর পেয়ে রোববার ভোরে খেদাপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যায়। প্রবাসী মানিকের ছোট ভাই মনির হোসেন জানান, তিনিও সৌদি থাকতেন । একবছর আগে তিনি দেশে ফিরেছেন । এখন গ্রামেই থাকেন । শনিবার রাত তিনটার দিকে ১০/১৫ জন সশস্ত্র ডাকাত বাড়ির পেছনের গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের একজন তার মাথায় পিস্তল ঠেকায় এবং বাকিদের হাতে চাকু, রডসহ দেশিয় অস্ত্র ছিল । এরপর আধাঘণ্টা ধরে ডাকাতরা ঘরের সব মালামাল ওলোট-পালট করে চার ভরি স্বর্ণালংকার, চারটি দামি ফোন ও নগদ ৪/৫ হাজার টাকা নিয়ে যায় । সর্বমোট তারা ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় । ডাকাতদের সবার মুখ খোলা ছিল। তবে তিনি কাউকে চিনতে পারেননি।

এদিকে, ডাকাতরা যশোরের দিকে যাবার সময় পলাশী মোড়ে নৈশ প্রহরীদের হুমকি দিয়ে গেছে । তাদের খবর যেন পুলিশকে না জানানো হয় সেই মর্মে তাদের হুমকি দেওয়া হয় । এই তথ্য খেদাপাড়া ক্যাম্প পুলিশকে জানিয়েছে নৈশ প্রহরীরা।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, রাত দুইটার দিকে আমরা ভান্ডারীমোড় এলাকা টহল দিয়ে ফিরেছি। এরপরই এই ঘটনা ঘটেছে । খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।

ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, রোববার তাদের ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলার কথা । কিন্তু ডাকাতরা খবর পেয়েছে গত বৃহস্পতিবার তারা ব্যাংক থেকে টাকা তুলেছেন । ওই খবরের ভিত্তিতে মূলত ডাকাতরা এসেছিল।

এসআই রসুল আরো বলেন, মামলা করলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গেছে ডাকাতরা । তাই ক্ষতিগ্রস্ত পরিবারটি মামলা করতে চাচ্ছেন না । তারপরও তাদেরকে থানায় যেতে বলেছি ।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন