রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ও স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন করোনায় আক্রান্ত

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ও স্বাস্থ্য কর্মীসহ আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জন।

প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। ৪ দিনের ব্যবধানে ১৪ জন আক্রান্তদের মধ্যে শনিবার ৮ জনের আংশিক তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রা রাণী দেবনাথ।

আক্রান্তরা হলেন, মণিরামপুর পৌর শহরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, স্বাস্থ্য কর্মী জিএম হাবিবুর রহমান, উপজেলার সদর ইউনিয়নের দেবীদাসপুর গ্রামের ইমান আলী, বাঙালীপুর গ্রামের আল মামুন, খেদাপাড়া এলাকর শরিফুল ইসলাম, হাসাডাঙ্গা গ্রামের কাওসার আলী, মনোহরপুর গ্রামের গৃহবধূ আফরোজা বেগম ও উপজেলার মুজগুন্নী গ্রামের আহাদুজ্জামান।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন