রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

২১ আগস্ট : যশোরে ছাত্রলীগের মানববন্ধন

যশোর প্রতিনিধি

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে ছাত্রলীগ। শুক্রবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। ২০০৪ সালের ২১ আগস্ট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী রায়হান, সদর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন