বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে শিশুকে যৌন হয়রানি, নরসুন্দরকে গণধোলাই

যশোর প্রতিনিধি

যশোরে চার বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইলাপতি শীল (৪০) নামে এক নরসুন্দরকে ধরে গণধোলাই দেয়া হয়েছে। এ সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ইলাপতি শীলের বাড়ি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামে।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এসময় ইলাপতি টেলিভিশন দেখার নাম করে শিশুকে তার ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।

শিশুটি বিষয়টি তার মাকে জানালে পরিবারের অন্যান্য লোকজন জানতে পারেন। পরে তার বাবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। তারা ইলাপতিকে ধরে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে সংবাদ দিলে তাকে আটক করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন