Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবিতে ৭১ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারের করোনা পরীক্ষায় তিন জেলার আরো ৭১ নমুনা পজিটিভ হয়েছে। বৃহস্পতিবার রাতে পরীক্ষা শেষে শুক্রবার সকালে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে তিন জেলার মোট ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩৭টির ফলাফল নেগেটিভ দেয়। বাকি ৭১টি পজিটিভ। যশোর জেলার ১০৬টি নমুনা পরীক্ষা করে ৪৪টি পজিটিভ হয়েছে।

এছাড়া মাগুরা জেলার ৫৯টি নমুনা পরীক্ষা করে ১৪টি এবং নড়াইলের ৪৩টি নমুনার মধ্যে ১৩টি পজিটিভ হয়। পরীক্ষার ফলাফল সকালেই সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে তালিকা পেয়ে স্থানীয় প্রশাসন বাড়ি লকডাউনসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন