Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শর্ত সাপেক্ষে ভারতীয় পাসপোর্টধারীদের দেশে ফেরা শুরু

শার্শা প্রতিনিধি

শর্ত সাপেক্ষে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের দীর্ঘ ৫ মাসের ও অধিক সময় পর নিজ দেশে ফেরা শুরু হয়েছে। গত দুইদিন ধরে তারা দেশে ফিরছে। গত ১৩ মার্চ থেকে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা বন্ধ ছিল।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের কারণ দেখিয়ে ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এতে করে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা আটকা পড়ে বাংলাদেশে। ১৮ আগষ্ট ভারতীয় হাই কমিশনারের অনুমতি পত্র ও সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভারতে প্রবেশে করার শর্ত দেয় ভারত সরকার। এই শর্ত মেনে বুধবার (১৯ আগষ্ট) সকাল থেকে ভারতে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা।

যাতায়াতের প্রথম দিনের চাইতে বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল থেকে বৃদ্ধি পেয়েছে ভারতে ফেরা যাত্রীদের। বুধবার ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ২৩৭ জন ভারতীয় পাসপোর্টধারীযাত্রী ভারতে ফিরেছে। বৃহস্পতিবার ফিরে গেছে ২৬১ যাত্রী। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধে বেনাপোল বন্দর দিয়ে উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়।যার ফলে বাংলাদেশি ভারতে ভ্রমন পিপাসুরা ও ভারতে প্রবেশ করতে পারেনি।পাশাপাশি অনেক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আটকে যায়।

ভারতীয় পাসপোর্টধারী নিরঞ্জন বাড়ই বলেন, আমার বাড়ি হুগলি জেলায়। গত পাঁচ মাস আগে সাতক্ষীরার কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। দীর্ঘদিনের এই আতিথীয়তা সারা জীবনে ও ভূলব না। আসলেই বাংলাদেশিরা খুবই উদার মনের।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান,ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা দেশে ফিরে যাচ্ছে। বাংলাদেশি যাত্রীরা ও কিছু শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ করছে। গত দুইদিনে ৪৯৮ জন পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করেছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন