Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিকরগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে ছয় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

যশোর প্রতিনিধি

যশোর স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ঝিকরগাছা উপজেলা শহর ও বাঁকড়া বাজারের ছয়টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। অন্য ছয়টি প্রতিষ্ঠানকে লাইসেন্স অনুমোদন দেয়ার জন্য পরিদর্শন রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন, ঝিকরগাছার উপজেলা শহরের এসএস ডায়াগনস্টিক ও জননী ডায়াগনস্টিক সেন্টার নামে দু’টি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া বাঁকড়াবাজারের একতা মেডিকেল সার্ভিস, বাঁকড়া সার্জিক্যাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পারবাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কোনো অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, মোহাম্মদ আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সালেহা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ক্লিনিক, স্টার ডায়াগনস্টিক, কপোতাক্ষ ডায়াগনস্টিক সেন্টার, এবং বাঁকড়া বাজারের সায়েরা সার্জিক্যাল ল্যাবের লাইসেন্স প্রদানের জন্য পরিদর্শন শেষে রিপোর্ট প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে লাইসেন্স প্রাপ্ত না হওয়া পর্যন্ত তাদের প্যাথলজিক্যাল ল্যাবের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানিক টিমে ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন