Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে প্রতিমন্ত্রী স্বপনের বিরুদ্ধে ‘কুৎসা’ রটনায় মানহানি মামলা

যশোর প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তার পরিবারের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদের নামে ‘কুরুচিপূর্ণ বক্তব্য’ প্রকাশ করায় যশোরের আদালতে মানহানি মামলা হয়েছে। এতে চারজনকে আসামি করা হয়েছে।

বুধবার ( ১৯ আগস্ট) যশোর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে আদালতে এ মামলাটি করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে, মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের মিকাইল হোসেন, ডুমুরখালি গ্রামের মোস্তফা কামাল, কুচলিয়া গ্রামের প্রণব বিশ্বাস ও তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামকে।

মামলায় বলা হয়েছে, আভিযুক্তরা দীর্ঘদিন ধরে মিকাইল হোসেনের মণিরামপুর বাজারের অফিসে বসে ‘জিলানী শেখ’ নামে একটি আইডি থেকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করে সম্মানহানি ঘটিয়ে চলেছেন। বিষয়টি ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়ার নজরে পড়ায় তিনি ব্যথিত হয়ে সম্মানহানির অভিযোগে এ মামলা করেন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন