Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বেনাপোলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ায় মামুন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন প্রাইভেটকার চালক। মামুন সাতক্ষীরার শ্যামনগরের শহিদুল ইসলামের ছেলে। ছোট বেলা থেকে নানা বাড়িতে ছিল।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৫টার সময় আত্মহত্যার ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, দুপুরের দিকে মামুন পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পতিমধ্যে কেউ একজন তার মোবাইল ফোন করে। এ সময় ফোনে তাকে গালাগালি দিতে দিতে শোনা যায়। কিছুক্ষন পর খবর আসে মামুন পুকুর পাড়ের একটি গাছে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে।বেনাপোল পোর্ট থানার পুলিশ খবর পেয়ে রাত ৮ টার সময় লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামন ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন