Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক

যশোর প্রতিনিধি

যশোরে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে আবু রায়হান নামে ওই ছাত্রকে আটক করে পুলিশ। এর আগে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। আটক আবু রায়হান শহরের বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হেফজখানার ছাত্র এবং সদর উপজেলার রহেলাপুর গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। তার মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সাথে ওই পরিবারের সম্পর্ক তৈরি হয়। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা যখন মাদ্রাসায় রান্নার কাজ করছিল তখন আবু রায়হান তাদের বাড়িতে যায় ও মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরো জানান, প্রথমে মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে সে তার মাকে জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে আটক করা হয়েছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন