Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সিরিজ বোমা হামলাকারীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি

সিরিজ বোমা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, ‌’বিএনপি জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট সরকারের প্রত্যক্ষ মদদে দেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। ওই সময় সরকারের নির্লিপ্ততায় ওই ঘটনার বিচার সম্পন্ন হয়নি। একইসাথে জঙ্গিবাদের পৃষ্টপোষকদের আড়াল করে রাখা হয়।’ ওই ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতারা।

এসময় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কবীর হোসেন জনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন