Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

শার্শা প্রতিনিধি

যশোরের শার্শার বাগঁআচড়ায় নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সুত্রমতে জানা যায়, বুধবার রাতে কে বা কারা নবজাতককে ফেলে রেখে যায়। সকালে রাস্থার পাশে চায়ের দোকানদার দেখতে পেয়ে শিশুটিকে কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে জীবিত অবস্থায় বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা হেফাজতে নেয় । পরে পুলিশের কাছ থেকে বাচ্চাটি দেখাশুনা করার জন্য চায়ের দোকানদার বাবুল গ্রহন করে ।

এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসছে।

এ ব্যাপারে বাগঁআচড়া ইউনিয়নের সাতমাইল ইউপি সদস্য আবু তালেব জানান,  শিশুটির বিষয় খোঁজ খবর নিয়েছি। তবে তার জন্মদাত্রীর সন্ধান এখনও পাওয়া যায়নি।

সদ্যোজাত একটি কন্যা শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন